দেখো ঠিক পৌঁছে যাব
জবা ভট্টাচার্য্য
ভাদরের প্রথম দিনে,আকাশের গা ভরা
যৌবন জ্বর
ঝুম বৃষ্টিতে রাজহংসের মতো মেঘের
দুই ঊরু পুড়ে যাচ্ছে–
চোখ জ্বলে গেল
এক উজ্জ্বল পাপে আমার গায়ে কাঁটা দিল।
জীবনভর দেওয়া নেওয়ার বেসাতি ভুলে গেলাম,
চেয়ে দেখলাম না,দাঁড়িপাল্লার একদিক নুয়ে পড়েছে
দেওয়ার ভারে, আকাশের নিচে দাঁড়িয়ে
অন্ধ বিশ্বাসে আগুন ছুঁলাম।
অসাড় হয়ে আসার আগে পা দুটিতে
সমস্ত শক্তি একত্র করে আমি ছুটে চলি
সাঁকো পেরিয়ে—-শ্মশানের দিকে—
দাঁড়াও একটু——-আসছিইইইই
–~০০০XX০০০~–