তারপর …
মৌসুমী মৌ
অবহেলার পাহাড় ডিঙিয়ে ভালোবাসার মেঘ এসে দুয়ার সাজায়,
অবাক বিস্মিত স্বপ্নমঞ্জরী !
এতটা হৃদয়ে স্থান, এতোটা গোপন প্রেম!
ঝরে যাওয়া ফুলের গর্ভে মৃত সৌরভ জমা ছিল এতটাই?
সেদিন বোঝেনি কিছুই লুব্ধ মঞ্জরী !
শুধু পাকে পাকে জড়িয়েছে মোহজাল ! তারপর …
ভুল রাতে চাঁদ ওঠে মেঘের মিনারে l অন্ধপূর্ণিমায় দোলে বুকের সাঁকো …
একাকী গোপন খেয়া দুলে ওঠে l
একটা শীর্ণ হাত বাড়িয়ে দেয় আবারো মঞ্জরী l
তারপর ….
–~০০০XX০০০~–