ভরসার হাত
মৃনাল কান্তি বাগচী
ক্ষণিকের মোহে
চাইনে তোমাকে,
তোমাকে চাই
সারা জীবন ধরে।
যদি আজীবন
ভালোবাসতে পারো,
তবেই আমার
হাতে হাত রাখতে পারো।
ক্ষণিকের মোহে
হয় যে ভালোবাসা,
তার স্হায়িত্ব নিয়ে
করা যায়না ভরসা।
ভরসা বিহীন ভালোবাসায়
জীবনে থাকেনা কোন আশা,
সেই ভালোবাসায় জীবন হয় দুর্বিষহ,
জীবনে সুখের থেকে
চলে দুঃখের প্রবাহ।
বিশ্বাস,ভরসার মাঝে
বেঁচে থাকে ভালোবাসা,
সত্যিকারের ভালোবাসার মাঝে
থাকে পরষ্পরের বেঁচে থাকার ভরসা।।।
———- +++++++ ———