##### আঁধারে আলো #####
¤●¤●¤●¤●¤●¤●¤●¤●¤
শিব প্রসাদ হালদার
তোমার ঐকান্তিক চেষ্টায়,
তুমি হয়ে ওঠ-একটি আলোর শিখা !
প্রজ্বলিত হোক শত সহস্র দীপ,
তাদের মাঝ থেকে-পার হয়ে যাক,
ঘোর অমাবস্যার কালো অন্ধকার।
পথহারা পথিক খুঁজে পাক দিশা,
থেমে যাওয়া যাত্রা আবার হোক শুরু।
হতাশার আঘাতে আহত যারা,
ঘর ছেড়ে বেরিয়ে আসুক-
একে একে সবাই আবার।
তখন সবাইর মাঝে-থাকবেনা শুধু তোমার উপস্থিতি,
থাকবে জেগে সবাই-
চতুর্দিকে উদ্ভাসিত রোশনির মাঝে
আর কখনও আসবেনা ফিরে সেই কালো আঁধার!!
■☆■☆■☆■☆■☆■☆■