শিক্ষকের মর্যাদা
বিপাশা অধিকারী
আঘাত লাগলে সবাই দেয় সান্তনা
কিন্তু একজন শিক্ষক চলার শিক্ষা ,
নতুন আলোয় চলার জন্য
দেয় তারা দীক্ষা।
কেউ বড় হয়ে হতে চায় ডাক্তার
কেউ বা লেখক ,
এদেরও কিন্তু শিক্ষা দেয়
এক একজন শিক্ষক।
শিক্ষকেরা আলোর রেশম দেয়
আমাদের দিকে ছড়িয়ে,
এই রেশম সবার জন্য
দিওনা তাকে ফিরিয়ে।
শিক্ষকেরা,তাদের প্রিয় শিষ্য বলে
হয়তো একজন কেই বেছে নেন,
কিন্তু , পাহাড়, ঝর্ণা সবাই জানে —
সব শিষ্যই শিক্ষকের কাছে সমান।
শিক্ষকেরা কত কষ্ট করে
দেয় আমাদের শিক্ষা,
তোমরা তাদের কষ্টের দাম দিও,
সম্মান কোরো রক্ষা।
–~০০০XX০০০~–