জানা, বোঝা !
আগন্তুক
আমি শুনেছি,ভাবে ভাবে ভাব মিলে ,
হৃদয়ের দ্বার খুলে,যায় নাকি !
জমানো ব্যাথা গুলি ,
ভেঙে ভেঙে ভেঙে,ভেঙে…
সুখের ছায়া,খুজে পায় নাকি !
আমি কখনো মিলিনি ভাবে ,
পারিনি সে ভা বে মিলিতে ,
সব ব্যাথা ভুলে..যেতে ।
আমি চাই যে ভাব শিখিতে ,
চাই যে,তোমার ভাবে মিলিতে !
চাই যে থাকিতে,তোমারি সাথে !
বলো শেখাবে কি ? ভাবে মেলাবে কি ?
আমি বুঝেছি অভাবে অভাবে রয়ে ।
বুঝেছি অভাবের অভাব সয়ে ।
স্বভাব নষ্ট হয়ে যায় বুঝি !
সততা আঁধারে লুকায়ে রয় বুঝি !
আমি চাইনা যে বদলে যেতে ।
চাইনা যে সততা হারাতে ।
অভাবে রয়ে,চাইনাযে বিলীন হতে।
আমি চাইযে তোমারি সাথে ,
হাতে হাতে হাত রেখে ।
বাঁচিবার মত করে বাঁচিতে ।
বলো হাতে হাত রাখিবে কি?সঙ্গে থাকিবে কি?
তোমার ভাবের ভাবুক
আগন্তুক
–~০০০XX০০০~–