নোনাজল
—:: ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় ::—
মানুষ কাঁদছে।
পৃথিবীর সব জল তাই
নোনাজল হয়ে গেছে।
যেটুকু সামান্য জল ছিল
দান পানে বিস্বাদময়।
নোনাজল বয়ে চলে
জীবনসমুদ্রে।
এখন বৃষ্টি তুমি ভরসা।
ভালোবাসা!
বৃষ্টি হয়ে নামো।
মিরাকেল ঘটাও একটা।
মুছিয়ে দাও অশ্রুর দাগ
তোমার অমৃতধারায়।
মানুষ যে বড়ো কাঁদছে।।
—::–০X০ –::—