এই মুহূর্তে ! তোমার চাকরি নট !
কাজে ইস্তফা, দিয়ে আসি ঝটপট !
প্রেমাঙ্কুর মালাকার
কাজে ইস্তফা, দিয়ে এলো ছেলে,
ঘরে বসে মনমরা-
-সে কিরে!কিহলো?কেনরে চাকরি
ওখানে গেলোনা করা?
মালিক যেকথা,শোনালোআজকে
মাথায় পড়লো বাজ!
তাতে মনে হয়,সেখানে আরতো,
করাই যাবেনা কাজ!
-ওরে বাবাশোন!সেন্টিমেন্টে,
অতো ধার ধরা চলে?
চাকরি ছাড়লি?বলনা আমাকে,
মালিক কিকথা বলে?
-মালিক কিবলে?এই মুহুর্তে!
তোমার চাকরি ‘নট’!
শুনে তক্ষুণি, কাজে ইস্তফা,
দিয়ে ফিরি ঝটপট!
–~০০০XX০০০~–