রবি আমার কবি
—————-
নন্দিতা চক্রবর্ত্তী
রবি ঠাকুর রবি ঠাকুর তোমার জন্ম জোড়াসাঁকো।
আমার সকল অনুভবে জড়িয়ে তুমিই থাকো।
আমার হাসি আমার কান্না আমার চোখের জল
দেখি তোমার গানের পদ্মপাতায় সদাই টলমল।
তুমি লেখক তুমি গুরু তুমি বিশ্বকবি
তোমার লেখায় জনমনের প্রতিক্ষণের ছবি।
নোবেলজয়ী বিশ্বকবি তোমার গীতাঞ্জলী
বিশ্বজোড়া ফেলল সাড়া ভরলো দেশের ঝুলি।
আমরা এমন অপদার্থ সেই নোবেলটাও
হারিয়ে ফেলি দায়িত্বহীন চরম উদাসীনতায়!!!
চারদিকে আজ অন্ধকার মেঘে ঢাকা রবি
আঁধারের এই পর্দা সরাও আমার প্রিয় কবি।
আবার আলোর ঝরনা ঝরাও, বাজুক সবার প্রাণে গান
” অন্ধজনে দেহো আলো, মৃতজনে প্রাণ”।
বরষা জলে রাস্তা ভেজে মনে অথৈ বান
কবিরে আমার ফিরিয়ে দাও 22 শে শ্রাবণ!!!
–~০০০XX০০০~–