রিপু
জলধর (সলিল চক্রবর্ত্তী)
হিংসা অনল সম-
দগ্ধ করে মন,
স্বচ্ছ করো কামনা বাসনা-
বুঝিলে মানব জন।
হিংসা করো যাহার উপরে-
সে বোঝেনা কিছুই,
মধ্যে তুমি দগ্ধে মরো-
আশা করো যা মিছেই।
জলেতে সৃষ্টি বিম্ব যেমন-
জলেতে পতন হয়,
চিত্তের মাঝে হিংসা জমিলে-
চিত্তে করো তা লয়।
সংযম অতি বড়ো গুন যেন-
যদি, করিতে পারো তা জয়;
রিপুরা সকলি বশ্যতা মেনে-
তোমাকে করিবে ভয়।
মনুষ্যত্ব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম-
আচরণ দ্বারা হয়,
মহামানব কিন্তু তাকেই বলে-
রিপুকে করে যে জয়।
–~০০০XX০০০~–