জায়গা রেখে যাব
প্রাপ্তি মুখোপাধ্যায়
—————————
ধোপদুরস্ত পরিমিতি কষা মিটিয়ে
খানিকটা আবেগীয়ানার
ফরাস বিছোতে
এই দোরদালানে আসা।
ক্ষিপ্র আঙুলে তুলে নেওয়া
না সাজানো পাথরকুচির ফুল,
অকালবহ্নির টুকরো টুকরো কৃষ্ণচূড়া।
খইয়ের মতো পাপড়িতে
থোকা থোকা সাদা পথবিলাস
কানের লতির ঝোঁকে
অপ্রস্তুত অনায়াস নির্লজ্জ হবার পর
অধরান্তে সবটুকু অস্ফুট রাখা আজীবন।
বেসামালে জনাকীর্ণ হল যত
আহ্লাদের একাকিত্ব হাঁটা,
সেসব মলিন করে
কালের উল্টোপিঠে
আকাশ ঢালব কপালেতে,
তরুলীন অমাহীন শুক্লাবসন্তের
ঘনদোল পরাবৃত্ত পথে।
চরাচর তন্দ্রাকীর্ণ হলে,
এখানে পারলে এসে বোসো।
তোমাকে সূর্যাস্ত না দেওয়ার
কোনো কারণ খুঁজো না
এই ঘোর অস্তাচলে।
নিরঙ্কুশ অবকাশ করতলবন্দী করে
করবীকুঞ্জের পারে
এখানেই ও জন্মের জায়গা রেখে যাব।
–~০০০XX০০০~–