” শ্রাবনের ধারা “
রণজিৎ মন্ডল
ঝরিছে অঝোরে শ্রাবনের ধারা,
ঘরে বসে একা আমি দিশাহারা,
দৃষ্টি আমার সবুজে মিশিয়া
দেখিছে আকাশ মেঘেতে হারা।
মেঘেদের এই আনাগোনা আজ
পন্ড করিছে কি সকাল সাঝ,
ভুলে গেছি সব হাতের কাজ,
থাকে না চাহিতে এ মন ঘরে
ছুটিয়া দেখি দরজায় যেন
কে আসি নাড়িছে কড়া।
এ মনে বসত করিছে যে জন
সে জন যদি দিত আজ ধরা,
এ শ্রাবন আজ মধূর হইত,
হইত পাগোল করা।
টুপ টাপ এই শ্রাবনের তান,
আনিত মনে সেদিনের গান
গাহিতাম আমি শুনাতে তারে
সে এসে দিত ধরা।
এ শ্রাবন ঝরুক আরো ঝর ঝরে
আকাশ ভরুক মেঘের আধারে
চঞ্চল মন অঞ্চল ভরে,
রাখিবে ধরে সে ধারা।
বৃষ্টি অঝোরে ঝরা।
” শ্রাবনের ধারা “
রণজিৎ মন্ডল