স্বপ্নলতা
পল্লব চক্রবর্ত্তী
এখন শুধু জ্যোৎস্নাময় সব,
চারিপাশে মায়ার জালে ভরা,,।
তুমি এলে উড়ন্ত জোনাকি,
তাই তো আবার নতুন প্রেমে পরা,,,।
তুমি আমার ঘুম পাড়ানি গান,
তুমি আমার স্বপ্ন সুন্দরী,,।
টানা চোখের কাজল কালো পথে
তাই তো আমি সারা রাতই চলি,,।
তোমার ঠোঁটের গোলাপি ঐ রঙে,
ভোরের শিশির বিন্দু বিন্দু জল,,,,।
ছুঁয়ে দিলেও বলবে না মুখ ফুটে
অনেক হল এবার ফিরে চল,,,।
যত প্রশ্রয় সবই তোমার দেওয়া,
এক সাথে তাই একটা আকাশ দেখি,,,।
তোমার চোখের কাজল কালো পথে,
আমিও দেখ উড়ন্ত এক পাখি,,,।।
–~০০০XX০০০~–