বিষাদময়
মদন চন্দ্র করন (বিদ্যালঙ্কার)
কলম কেঁপে উঠে
বুক ধড় ফড় করে
চোখে জল আসে
মন কেমন করে…
ঘরে ব্যথার শ্রাবন
নীল নব ঘন শ্যামা
দুরু দুরু মন উচাটন
কী বলি হে প্রিয়তমা
ঈশান নৈরিত বায়ু কোণ
সব দিকে পাই শুধু লাজ
ব্যানাবন কাশবন চন্দন
সবখানে কলঙ্ক মরি আজ
শয়তান জীন পরী দিকবিদিক
আশায় আশায় বসে দুনয়ন
আমার হাল বেহাল বেঠিক
অনিদ্রা অনাহারে ক্লীস্ট বদন
মাঝে মাঝে দুঃখ আসে..
বুক ভেসে যায় কান্নায়
প্রেম শুধু এক জন্য আসে
শুধু চাঁদ যেমন জোস্না হয়!
–~০০০XX০০০~–