// বৃষ্টি //
✍🏻 : অনিমেষ চ্যাটার্জি
বৃষ্টি ঝরিছে মন্দ মধুর রবে,
মেঘপুরীতে উৎসব বুঝি হবে,
পাতায় পাতায় গাছেদের কানাকানি,
শ্রাবণ নূতন কি বার্তা বহিল আনি।
রিমঝিম ধ্বনি উঠিল বাজিয়া বাজিয়া,
প্রাণের পরে আনন্দ উঠে নাচিয়া,
কি গান গাহিল বর্ষা আজিকে প্লাবনে,
দিকদিগন্ত মুখরিত হলো শ্রাবণে।
বৃষ্টিস্নাত পাতাগুলি যেন নূতন,
শাখা পল্লব আনন্দে নিমগন,
সোঁদা মাটির গন্ধে মন মাতিল,
মেঘে গম্ভীর গুরুগুরু রব জাগিলো।
শন শন বেগে হাওয়া উঠিয়াছে মাতিয়া,
বনে বনে আজি ময়ূর পেখম মেলিয়া,
মেঘের চাদরে আকাশ বুঝি ঢাকিছে,
বিশ্ব জুড়িয়া আঁধার বুঝি নামিছে।
থমকে থমকে বর্ষণ বেগ বাড়িছে,
গাছেদের দল প্রলয় নাচন নাচিছে,
আকাশ চিরিয়া বাজ পরে বাজ পড়িল,
প্রলয়ঙ্করি বন্যা বুঝি বা আসিল।
নটরাজ যেন আজি জটাজাল খুলিয়া,
ঘটান প্রলয় তাণ্ডব নাচ নাচিয়া,
মহাকাল ভয়ে অসহায়া আজ ধরণী,
সদাশিবের চরণে শরণ মাগিলো।
–~০০০XX০০০~–