এক্ষুনি নিন, হ্যান্ডেল খুব ঢিলে!
পরশু পাবেন, দোকানী সারিয়ে দিলে
প্রেমাঙ্কুর মালাকার
দুই কৃপণের, মধ্যে শোনাই,
সরস বাক্যালাপ –
গলফের স্টিক,চাইতে এলেন,
হিসাব কষেই সাফ!
মিস্টার রায়, ঘাসছাঁটা কল,
করবেন ব্যবহার?
ভাবছি আজই, বিকেলে বাগান,
করবো পরিস্কার!
তাহলে বিকেলে, বাড়ির বাইরে,
বেরুচ্ছেন না আর?
গলফের স্টিক, আমাকে দেবেন,
আজকে বিকেলে ধার?
আলবৎ দেবো! এক্ষুণি নিন!
হ্যান্ডেল খুব ঢিলে –
সারাতে দিয়েছি, পরশু পাবেন,
দোকানী সারিয়ে দিলে!
–~০০০XX০০০~–