খেলবি যদি আয়
————-
নন্দিতা চক্রবর্ত্তী
মেঘ বলল “যাবি নাকি”
বাতাস বলল “চল।
আমরা দুজন কোমর বেঁধে
ভাসাই ধরনীতল।”
নদী বলল ” ঝাঁপিয়ে আয়
আমার শুকনো বুকে।”
বলল সাগর ” ঢেউএর খেলা
খেলবো মনের সুখে।”
গাছপালা তার দুহাত বাড়ায়
“আয়রে বৃষ্টি আয়”
বাতাস বলে” ঝড়ের খেলা
খেলবো দুজনায়।
বাঁধ ভাঙবো গাছ ফেলবো
করবো লুটোপুটি
সুখ শান্তি যাও ঘরে সব
আজকে সবার ছুটি।”
রোদের কণা বলল হেসে
” বৃষ্টি বাতাস ভাই
যা কিছু আজ ভাঙবে তোমরা
আমি আবার গড়বো তাই।
সাঙ্গ হবে ধংশলীলা
সৃষ্টি আবার করবে খেলা
আপন হাতে জয়ের মালা
রাখবো ধরার পায়ে।”
–~০০০XX০০০~–
আহা কি মিষ্টি মধুর কবিতা শোনালেন !!!! মন ভরে গেল