—:: পঁচিশে বৈশাখ ::—
কবি – পার্থসারথী চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ, ক্যালেন্ডারে কি তুমি
কেবলমাত্র দুদিনের উৎসব?
এই বিশ্বাস আঁধার কাটিয়ে ভাঙে
নিত্যদিনের প্রভাতকালীন স্তব।
এই বাংলার সংগ্রামী ঘর রাখে
নবান্নে ভাত ফোটবার কাছে ঋণ,
প্রত্যাশাগুলি ফুলের মতন ফুটে
আনে প্রত্যহ তোমার জন্মদিন।
আকাশের রঙ বদলায়, পাখি ডাকে
এই তবে নবজীবনের সমারোহ!
পাথরে উৎসারিত যে জলপ্রপাত
তোমার ছন্দে নেমে আসে তার মোহ।
অন্ধকারের শিকড় উপড়ে ফেলে
বুকের গভীরে কালের ঘূর্ণিপাক
আকাঙ্ক্ষা জুড়ে নিদারুণ ব্যঞ্জনা
প্রতিদিন জাগে পঁচিশের বৈশাখ।
—-০০০ XX ০০০—-