গাইনি হলাম, কেন সব পেশা ছেড়ে ?
এটাই নসিব! ঘটে ভাগ্যের ফেরে!
প্রেমাঙ্কুর মালাকার
ডাক্তারিতেই, এতো পেশা ছেড়ে,
কেনরে গাইনি হলি?
সেটা নিতান্ত, বাধ্য হয়েই,
শোন তবে খুলে বলি-
প্রথমে হার্টে, ভর্তি হলাম,
বহু কাঠখড় পুড়ে!
হার্ট এট্যাকে, ছিদ্র বেরোয়,
ওরা দেয় ক্ষত জুড়ে!
ছেড়েই দিলাম, তারপর গিয়ে,
ভর্তি হলাম ব্রেনে-
শেষে তাও ছাড়ি,পাগলামি ব্যামো,
আমার রয়েছে জেনে!
আর কি করবো?গাইনি হলাম,
নেহাৎ মেয়েলি রোগ ;
এই দুনিয়ায়, এই রোগে নেই,
পুরুষের দুর্ভোগ!
এবার বুঝলি? গাইনি হলাম,
কেন সব পেশা ছেড়ে?
বলতে পারিস, এটাই নসিব,
ঘটে ভাগ্যের ফেরে!
–~০০০XX০০০~–