প্রতীক্ষায়
কাকলি ঘোষ
কতটা যন্ত্রণা তুই দিতে পারিস ?
পুড়ে পুড়ে যেদিন খাঁটি সোনা হব—–
চোখ রাখতে পারবি তো এ চোখে?
কতটা অপেক্ষা তুই করাতে পারিস?
দিনে দিনে যত দীপ্ত হব—-
পারবি এ আগ্নেয়গিরির সামনে দাঁড়াতে?
কতটা ভুল তুই করতে পারিস?
বোঝা টানতে টানতে যখন ক্লান্ত হবি
বাড়ানো এই হাতে হাত রাখিস
ডুব দিস এক অতল শান্তির অবগাহনে।।
–~০০০XX০০০~–
এক রাশ মুগ্ধতা !!!!