কর্ম ও ভাগ্য
সোমনাথ প্রামানিক
সফল আর অসফল নাকি
কর্ম গুনে হয়।
তবে কেন ভাগ্যদেবী জন্ম কালে
ভাগ্য লিখে দেয়।
অনেকে আবার কর্ম টারে বাস্তব বলে ,
ভাগ্য টারে নয়।
অক্লান্ত কর্ম করে সমাজে আবার
অনেকে কর্মবীর হয়।
অলস আবার সুযোগ বুঝে
দেয় ভাগ্যের দোহাই।
প্রতিষ্ঠিত ব্যক্তি যারা, তারা আবার
অনেক কথাকয়।
মূর্খ কহে সন্দেহ হয়
সমস্ত লোকের ভাষায়।
জ্ঞানী বলে ওরে মানুষ, সুকর্ম করে যা,
ঈশ্বর তো নয়কো নির্দয়।
–~০০০XX০০০~–