রাক্ষসী পদ্মা
কিশোর বিশ্বাস
পদ্মার পাড় ভেঙ্গে পড়তেই জলে পড়ে গেল দুটি শিশু। হারু দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল পদ্মায়।অতঃপর দু,হাতে দুটি শিশুকে জড়িয়ে ধরে কুলে আসার চেষ্টা করতে লাগল কিন্তু পদ্মার মাতাল ঢেউ তাকে ক্রমশ গহ্বরের দিকে টানতে লাগল। তিন জনই জল খেতে থাকল।হারু দেখল এতে তারা তিনজনই মারা যাবে।বাঁচানো যাবে না কাউকেই ।সে কালি প্রসাদকে বুকে জড়িয়ে ধরল, ছেড়ে দিল খোকনকে। খোকনকে নিমিষে গ্রাস করে নিল পদ্মা। হারু জমিদার শিব প্রসাদকে এ ঘটনা বললে জমিদার বাবু বললেন তুই আমার ছেলেকে বাঁচিয়েছিস আমি তোকে পুরস্কৃত করতে চাই। ম্যানেজারকে বলে এক তাড়া নোট ওর হাতে দিল। হারু টাকার দিকে তাকিয়ে থেকে বললো, টাকা! অনেক টাকা। আমার খোকন লেখাপড়া শিখতে চেয়েছিলো, এই টাকায় তাকে লেখাপড়া শিখাবো,ভালো স্কুলে পড়াবো।তারপর টাকাগুলো আকাশের দিকে ছুঁড়ে দিয়ে হাঃ হাঃ করে হাসতে হাসতে বেরিয়ে গেল। টাকাগুলো পাক খেয়ে খেয়ে মাটিতে পড়তে লাগলো।
–~০০০XX০০০~–