শ্রাবণ
——-
নন্দিতা চক্রবর্ত্তী
শ্রাবনের বৃষ্টি এসে
ভিজিয়ে দিল জ্বালা।
বর্ষা এলো শুরু হল
মেঘ বৃষ্টি খেলা।
সবুজ বন গভীর হলো
বুকের মাঝে তার।
অসীম কালের বীনায় বাজে
মধুর ঝঙ্কার।
সরস মাটির মুখে হাসি
বুকের মাঝের মায়া
ফসল হয়ে উঠবে ফুটে
ঘুচবে জঠর জ্বালা।
সাগর নদী জল থৈই থৈই
ঢেউএর উপর ঢেউ।
আপন মনে বাইছে খেয়া
হয়তো মাঝি কেউ।
আবার এলো বৃষ্টি ঝেঁপে
ঝাপসা চারিধার
সাগর নদী মন আর বনের
স্বপ্ন একাকার।
–~০০০XX০০০~–