তুমি আমি আমার ঠিকানা
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
বাবু বিশ্বাস
উত্তরের হাওয়ায়,
শৈত্যতা বাড়ায়।
হিমের পরশ গায়ে লাগায়।
ফলের ,ফুলের পূর্ণতায়
প্রকৃতির শুভ্রতা ফেরায়।
নবান্ন উৎসব,নির্মল আকাশে,
প্রাণ স্পন্দনের ডালি সাজায়।
দক্ষিণের হাওয়ায়,
মিষ্টতা বাড়ায়।
ক্লান্তি দূর করায়।
মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনে
বন্ধ্যা জমি ঊর্বর হয়।
কৃষকের মন ভড়ায়।
নদী নালা প্রাণ ফিরে পায়।
আবার কখনো,কখনো,
বান-ভাসিও হতে হয়।
পূবের হাওয়ায়,সৃষ্টি আর
স্মৃতিচারণের সুগন্ধ বয়।
সূর্য কিরণের আলোক ছটায়,
প্রকৃতি, স্বতেজতার রূপ পায়।
স্বপ্ন – নীর পেরিয়ে,
বাস্তবতায় মিলিয়ে যায়।।
পশ্চিমের হাওয়ায়,
মরুত্রের পথ ছায়ায়
পরে রইতে হয়।
নীরবে, নিস্তব্ধতায়
আঁধার ঘোচানো
আলোর প্রতীক্ষায়।।
বৈচিত্রময় সংস্কৃতির
মেলবন্ধবনয়,
মিষ্টমিত্র প্রাণময় আঙিনায়,
তোমার চাওয়া পাওয়া
ভালোবাসায়,
উৎফুল্লতায় বেচেঁ থাকার
আস্বাদ জাগায় ।।
সততার সাথে বারে বারে
বলি,তুমি আমি মিলিমিশি
আমি ভারতবাসি,
মহাবিশ্বের ঠিকানায়।।।
–~০০০XX০০০~–