মেঘ ঘনশ্যাম
ড. মদনচন্দ্র করণ (বিদ্যালঙ্কার)
শোন প্ৰিয় আলাপন মেঘ ঘনশ্যাম
বকুল চাঁপার সুখে রচিব মন্দির..
যৌবন কুসুম ফাগুন উপবন অনুপম
মর্ত্য মায়া বদ্ধ দোলমঞ্চে তৃণ শিশির
লাখ লাখ উর্বশী সুবেশ পরিধান
তৈল হলুদ অগুরু চন্দন মথিত তনু
সখী সঙ্গে কাম রঙে প্রেম সংগীত
হরি হরি জয় দেবী রতির মন প্রীত
নাচ গাও মৃদং পক্ষয়াজ বীনাঝংকার
চৌদিকে মধুমাস মালতিতে মধু কর
মদনের দাস মদ মত্ত তনুযে ভৃঙ্গ ধর
কামিনী কাঞ্চন লাগি এধরা ভয়ঙ্কর
তাল পাতার বাতাস মদনতাপ বিনাশ
আজু রজনী ঘনঘোর তিমির আঁধার
লাখ লাখ অসুর রাজ করিছে সন্ত্রাস
কেনো নাহি হয় শ্যাম পুনঃ অবতার?
মদন চন্দ্র কয় ঘোর কলি আঁধার…
হরি বিনি কেমনে দিন হইবে গুজার?
শুন সই সিজন সাধারণ মানিস নয়
আত্মায় আত্মায় প্রেমবন্ধন জয়…
–~০০০XX০০০~–