স্বপ্ন তরী
রণজিৎ মন্ডল
অসহনীয় যন্ত্রণা সয়েছি
গর্ভে ধারণ করি,
দশমাস দশদিন দিবারাত্র
তিল তিল করি।
স্বপ্নে দেখেছি চাঁদের দেশের
রাজপুত্র, কেউ বা ডানাকাটা পরী!
করেছি সংগ্রাম নিত্য দিনের
নিত্য চাহিদা পুরণ করি,
বুকের রক্ত নিঙারিয়া কত নিশি
জাগিয়া পার করি,
করিতে সফল স্বপ্ন জমে থাকা
মনের অঙ্গন ভরি।
দিনে দিনে বাড়ে মোর তনয় রতন,
বাড়ে স্বপ্ন সুন্দরী,
ভরে যায় আনন্দে বুক শত কষ্টেও
তাদের জড়ায়ে ধরি।
যত দিন যায় তত বাড়ে মোর
তনয় তনয়া দু নয়ন ভরি,
যত সাধ মনে ছিল পিতা মাতা
মিলে দুজনে পূরণ করি।
শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে
যৌবন এলো, ঘর আলোয় ভরি,
লুকানো মনে কত আশা রেখেছি
সঞ্চয় করি।
সাধ্য ছিল যত তার চেয়ে বেশী
রেখেছি ধন সঞ্চয় করি,
যদি পারি দুই কারিগর সমাজের
শ্রেষ্ঠ মানুষ গড়িতে পারি।
পূরণ হইল সব স্বপ্ন সব পরীক্ষা
আসিল জয় করি,
শেষ হইল কর্ম দুই কারিগরের,চেয়ে
রইল চাতকের মত করি,
এতো দিন পর শুকাইছে কন্ঠ মোদের
যদি দাও একফোটা বারী!
ধন্য হইত জীবন মোদের পূর্ণ হইত
সাজানো স্বপ্নতরী!
ভঙ্গুর মনের অতল গহ্বরে হৃদয়
সাগর উথাল পাতাল করি,
ডুবাইলো স্বপ্ন তরী মোদের, ঢেউয়ের
দোলায় চড়ি,
আজ জীবনের সব স্বপ্নের সলিল
সমাধি করি, দুই কারিগর দুজনা
দুজনার হাত ধরি,
চলেছি লয়ে নিজেরাই নিজেদের
ভাঙা তরী
শত ঢেউকে অগ্রাহ্য করি মহাসিন্ধু
পার করি!
–~০০০XX০০০~–