চলেছি তবুও
মধুমিতা বসু সরকার
দীর্ঘ সঙ্গমের পর তুমি বল্লে আমায় চেনো না,,
যদি ও আমি তখনও খরস্রোতা।
আমি কিছু বলিনি মুখে,
অভিমুখ বদল করেছি শুধু,,
সেটাও পছন্দ ছিলনা তোমার,
এর পর মোহানার দিকে পথ চলা শুরু,
বুকের পাঁজরে তুলেছি অসংখ্য নুড়ি,
কিছু খুচরো পয়সা অভিমান,
আজও কোনও পাল তোলা নৌকা ভাসেনি জলে,,
আমি খরস্রোতা হয়ে পেরিয়েছি অজস্র লতা গুল্ম পথ,
আবর্জনাও ভেসেছে কখনোও,
ঠিক যেমন সমাজের অপবাদ
কুলটা নারীর কপালে,
সূর্য দিয়েছে আলো, আলেয়া অনুভব,
স্পর্শী হাওয়া শীতলতা বোধ,
তবু আমি নিত্য দিন আঁতুর স্বপ্ন নিয়ে
এগিয়ে চলেছি মোহনার দিকে,
ভয় পাছে,, লালিত স্বপ্ন গুলো হয়ে যায় ফিকে।
আমার ধুসরতা, ভিক্ষা করে গোধুলির আরক্তিম আলো,
যেতে যেতে অকস্মাৎ মোহানা হারালো।।
আমি নিঃস্ব হলাম পুনর্বার –
–~০০০XX০০০~–