— :: ধাক্কা দিচ্ছে চিন ও পাকিস্তানে! বালুচ জঙ্গি বার বার নির্মাণে! ::—
প্রেমাংকুর মালাকার
সিন্ধু প্রদেশে বালুচ জঙ্গি
হামলায় লাগাতার-
চিনা প্রকল্প “বেল্ট এন রোডে”
ঝুঁকি বাড়ে বার বার!
খবর দিয়েছে চিনা সরকারি
সংবাদ মাধ্যমে-
শুধু ঝুঁকি নয় এই প্রকল্পে
খরচ বাড়ছে ক্রমে!
প্রথমে বাজেট এই প্রকল্পে
ডলারে ছয়শো কোটি;
প্রায় দ্বিগুণের কাছে চলে যাবে
খরচ যে মোটামোটি!
আরব সাগরে গ্বাদরে চিনের
আগ্রহ বরাবর!
ওতেও বাগড়া পাক-ইরানের
ছায়া-যুদ্ধের ঝড়!
শুধু সিন্ধুনা তার বাইরেও
হামলার তীব্রতা –
বালুচ বাড়ায়, ইসলামাবাদ
মেনে নেয় সেই কথা!
চিনেও রয়েছে অত্যাচারিত
মুসলিম ‘উইঘুর’-
ওরাতো পায়না পাকিস্তানের
সহানুভূতির সুর!
—:: x ::—