“থাকা যায় না”
রণজিৎ মন্ডল
কেন যে জানতে চাও মনের কথা,
যে কথা বলা যায় না!
যে স্বপ্ন দেখেছিলাম ভোরের আলোয়,
কখন তা ভোলা যায় না!
কত আর বলব সে সব কথা,
বলে তা যে ফুরানো যায় না!
কত কি দেখেছি এই জীবনে,
ইচ্ছে হলেই যা দেখা যায় না!
কত গান শুনেছি মহান শিল্পীদের
এখন আর শোনা যায় না!
কত সুখ কত দূখ্ হৃদয়ে ভরা,
হৃদয় চিরে যা দেখানো যায় না!
লাঞ্ছনা, গঞ্জনা সয়েছি কত
মুখ দেখে কখন বোঝা যায় না!
মনে হয় এ জীবন চরম বোঝা,
যেন আর বওয়া যায় না!
মাঝে মাঝে চোখ দিয়ে গড়িয়েছে জল
কাউকেই বলা যায় না!
ভালোবাসা ছেড়ে গেছে দূর থেকে দূরে,
ফিরে আর পাওয়া যায় না!
কত আপন যে পর হয়ে গেছে,
পর যে আপন হয় না!
ভালোবাসার অভিনয় কত দেখেছি,
স্বার্থহীন কেউ হয় না!
নিভৃতে নিরজনে কত কেঁদেছি
কেউ আর দেখা দেয় না!
পণ তাই করেছি নয় আর এ জীবন,
মরণে ভয় হয় না!
মায়ের ছবিটা যেন বলছে আমায়,
আয় কাছে আয়,
তোকে ছেড়ে থাকা যায় না!
–~০০০XX০০০~–