“বলেন কি মিঞা! ছেলেমেয়ে নাকি দশ?
একে হিমশিম! কি করে মানান বশ?
প্রেমাঙ্কুর মালাকার
বলেন কি মিঞা? শুনিআপনার,
ছেলে মেয়ে নাকি দশ?
আমার একটা, হিমশিম খাই!
কিকরে মানান বশ?
আজ্ঞে আমার, পরিকল্পিত,
পুরোপুরি পরিবার!
সরকারি মানা, দু’টির বেশীতো,
একটিও নয় আর!
তাহলে বলুন, কি করে হয়েছে?
দশ দশ সন্তান?
আমি নিমিত্য!সবটাই হলো!
উপরওলার দান!
খোলসা করেই, বলছি শুনুন,
ছিলো পাঁচ পরিবার-
সবাই দিয়েছে,দুটি সন্তান,
তিনে নয় কারো ছাড়!
কোরানে শুনেছি, বিবির সংখ্যা,
বেঁধে দেয়া আছে চার!
পঞ্চম শাদী? প্রথম বিবিটি,
ছেড়ে গেলে সংসার!
–~০০০XX০০০~–