আম্বিশন
বাবু বিশ্বাস
বর্ষণ ভেজা এই রাত। চারিধার নিঝুম, আধাঁর,একটিও তারা নেই আকাশের বুকে ।
গম্ভীর কালো মেঘ আড়াল করে রেখেছে তাকে।। ব্যাঙেদের কলরব,।
দূরে এককোণে শিকার করার অপেক্ষায় খোপ মেরে বসে রয়েছে বুড়ো পেঁচা।।।
নিদ্রাহীন চোঁখে কল্পনাতে জেগে রয়েছি আমি একা।রাত সাড়ে তিনটে,
ভাবছিলাম সেদিনের সেই ছোট্টবেলার কথা, science City তে একটা নাটকীয়
রঙ্গ মঞ্চের অনুষ্ঠান।আমরা দর্শক ,আমি আর আমার কিছু বন্ধুরা। মঞ্চস্থ অনুষ্ঠানের
মাঝে,পরিচালকমণ্ডলীর কিছু কর্মী ,উপস্থিত সকল দর্শকের হাতেই একটি করে কাগজ
দিয়ে ছিল, What is your ambitions? নাম ঠিকানা সহ উত্তর।
উত্তরে কি লিখবো বুঝে উঠতে পারছিলামনা। এদিক ওদিক কোরে অন্যদের লেখাতে
নজর দাগ ছিলাম।তাতে ভিন্নরুচির উত্তর ছিল।যেমন,I shall be a pilot,I shall be
Doctor,…social worker,..leader,….teacher,….writer ,etc..etc___।
বুঝে উঠছিলামনা কোনটা সঠিক, কোন উত্তরটা অগ্রাধিকার পাবে।
ভাবতে,ভাবতে….. মনে পড়েছিল মায়ের পিটুনি,প্রতিদিনের রুটিন একই কথা
এত কষ্ট করেও তোদের মানুষ করতে পারলামনা।
কোনো কিছু না ভেবেই ,মায়ের পিটুনির ভয়ে লিখে ফেলেছিলাম
I shall be a complete man…
আমার মা গত ছয় মাস আগে মারা গেছেন 30/12/2020…….
আজ 18/07/2021তারিখ রাত সাড়ে চারটা আমি লিখছি, আসলে মা
কি বলতে চেয়েছিল তার সামান্য অনুমান করলাম,হয়তো মা চেয়েছিল
আমি প্রকৃত শিক্ষায় শিক্ষা লাভ করে,যোগ্য বাক্তিত্ত্ অর্জন করি।।।।
সেদিনের ঐ সাদা কাগজে লেখা প্রশ্নের উত্তরটা যদি আমি বুঝে দিতে পারতাম,
তাহলে আজ, আমার আর আমির মধ্যে ………..
–~০০০XX০০০~–