অনুনয়
নন্দিতা চক্রবর্তী
গোলাপে অভ্যর্থনা জানিও না আর
হৃদয়ই আজ রক্তাক্ত গোলাপ।
লালের উষ্ণতায় আজ জ্বালা আর হাহাকার।
হারিয়ে ফেলেছি বহু প্রিয়জন।
হারিয়েছে প্রয়োজনেরও অসংখ্য মানুষ–
ডাক্তার, নার্স, সাংবাদিক, নেতা
তালিকায় বাদ নেই কেউ!!
ঘরে ঘরে হাহাকার
কোথাও স্বজন হারানো কান্না, কোথাও অভুক্তের।
প্রকৃতিও আজ নটরাজ,বা কখনো রণচন্ডি । অতিশয় লোভে কিছু মানুষ আজ দানব।
সহায় সম্বলহীন মানুষের কান্না গুমরে মরে।
গোলাপে অভ্যর্থনা জানিও না আজ।
চারদিকে কান্নার শব্দে অসহায় রক্তাক্ত হৃদয়।
–~০০০XX০০০~–