বর্ষা
সোমনাথ প্রামানিক
বৃষ্টির স্পর্শে পুনর যৌবন ফিরিয়া
পাইয়াছে বৃক্ষগুলি ,
সানন্দে মেলিয়া ধরিয়াছে তাহারা
শাখা ডালপালা সকলি ।
তৃণগুলি ফিরিয়া পাইয়াছে প্রান , উর্ধমুখে কোহিতেছে এতো ঈশ্বরের দান ,
বিস্তীর্ণ যত দূর যাই চোখ
মনে হইতেছে প্রশান্ত সবুজের বান ।
ভেক গুলি মহানন্দে করিতেছে খেলা
স্ফূর্তি আর আনন্দে,
প্রকাশ করিতেছে তাহাদের মনের কথা
তাহাদের ডাকের ছন্দে ।
ভরিতেছে ডোবা পুকুর খাল বিল
মাছেরা তায় হাসিতেছে খিলখিল ,
বংশ বিস্তারিয়া তাহারাও
সর্বত্র করিবে কিলবিল ।কবিতায় তাই কবি করিতেছে
মনের কথা প্রকাশ ,
মনুষ্য মাঝে সে দিয়াছে
বর্ষা ঋতুরি আভাস।
–~০০০XX০০০~–