শূন্যেও ভীড় জমে
মৌসুমী মৌ
শূন্যেও ভীড় জমে
কথারাও দল বেঁধে ক্রমশ হারায়,
গাছেদের পাতা ছুঁয়ে বিষণ্ণ ভোর
মৃত্যুর উৎসবে সেও আসে ধীর লয়ে
বিকেল ফুরোয়…
পৃথিবীতে আগুন আছে মাটিতেও ভয়
ভালোবাসার অভ্যেসে পলি জমে
নদীরও ক্লান্তি আসে
পাখির গোপন অসুখ মুক্ত ডানায়|
তবু প্রেম আশ্রয় চায়!
হাতের মুঠোয় হাত শিশিরের ঘাম জমে
বুকেতে আঘাত…
চুম্বনে ভেজা ঠোঁট তবুও হারায়
তবু প্রেম ফিরে ফিরে চায়|
চোখের তারায় চোখ ক্ষণিক নিস্পলক
ওখানে মরণ ঝাঁপ গভীর প্রণয়
শূন্যেও ভিড় জমে
বিষাদের ছায়া আঁকা মেঘেদের গায়
শূন্যেও ভিড় জমে
পৃথিবীর শোক মেশে রাতের তারায়…
–~০০০XX০০০~–