আফ্শোস
মৃনাল কান্তি বাগচী
শৈশবের স্মৃতি কখনো ভোলা নাহি যায়,
বারে বারে মন ফিরে যেতে চায় সেথায়।
সে স্মৃতি মানসপটে থাকে ভরপুর,
তাকে যতই স্মরি,লাগে ততই বড় মধুর।
মাতা-পিতা, ভাই-বোন,পাড়া,প্রতিবেশীর স্নেহ,মায়া,মমতা দিয়ে ঘেরা সে স্মৃতি,
কখনো তাকে মানসপট হতে করা যায়না বিস্মৃতি।
বারে বারে সবুজে ঘেরা, পুকুর,নদী, নালা,উন্মুক্ত মাঠ ঘাট,
এখণও ডাকে মোরে সেই শৈশবের রাজ্য পাট।
আম,কাঁঠাল,লিচুর মুক্ত বাগানে,
হারিয়ে যেতাম সমবয়সী বন্ধুদের সনে।
ছোটাছুটি, দাপাদাপি করে কাটিয়েছি কত সময়,
তারি মাঝে সবচেয়ে মধুর স্মৃতি মোর সহপাঠী সহ গ্রামের প্রাথমিক বিদ্যালয়।
হৃদয় মাঝে দেখি আজও প্রাণ প্রিয় শিক্ষকদের অফুরন্ত স্নেহ ভালোবাসার আধার,
বারে বারে আফ্শোস হয়,যদি ফিরে পেতাম শৈশবের দিনগুলি আবার।
জীবনের অঙ্ক মিলাতে গিয়ে দেখি,মনে হয় সবই ভুল,
যতই দিন যাচ্ছে, ততই শৈশবের জন্য মন করে ব্যাকুল।
আরতো কখনো ফিরে পাবোনা, শৈশবের অকৃত্রিম ভালোবাসার দিন,
তবুও শৈশবের স্মৃতি হাতড়ে খুঁজি আজও ফিরে পেতে অতীতের সুদিন।।।
——— ++++++++ ——–