সবুজ স্লোগান
পার্থসারথী চট্টোপাধ্যায়
বিশ্ব পরিবেশ দিবসে
শপথ নেবার নতুন গান
কণ্ঠে সবার উঠুক বেজে
ছড়িয়ে পড়ুক এ আহ্বান।
গাছ লাগান – প্রাণ বাঁচান
গাছ লাগান – প্রাণ বাঁচান।।
বৃক্ষছেদন রুখতে হবে
শীতল ছায়ায় বাঁচবে জান
বিশ্বায়নের ধূসর ধোঁয়ায়
চলবো না আর অসাবধান।
গাছ লাগান – প্রাণ বাঁচান
গাছ লাগান – প্রাণ বাঁচান।।
বিশ্বাসে থাক ‘সবুজ স্বপ্ন’
নিঃশ্বাসে থাক নাড়ির টান
বীজ থেকে হয় বনস্পতি
এই পৃথিবীর মহৎ দান।
গাছ লাগান – প্রাণ বাঁচান
গাছ লাগান – প্রাণ বাঁচান।।
গাছ জীবনের অমৃত দেয়
মিথ্যে কেন গরল পান?
সঞ্চিত তার সুধার ডালি
স্নিগ্ধ শ্যামল মধুর তান।
গাছ লাগান – প্রাণ বাঁচান
গাছ লাগান – প্রাণ বাঁচান।।
ধ্বংস-খেলায় মত্ত হয়ে
মূল্যবোধের সঠিক মান
বিকিয়ে গেলে এই প্রকৃতি
শুকিয়ে মরু প্রেত-শ্মশান।
গাছ লাগান – প্রাণ বাঁচান
গাছ লাগান – প্রাণ বাঁচান।।
জীর্ণ সংস্কারের পাথর
ভাঙতে প্রলয় আঘাত হান
জীবজগতের এই পরিবেশ
আলোয় আলোয় জ্যোতিষ্মান
গাছ লাগান – প্রাণ বাঁচান
গাছ লাগান – প্রাণ বাঁচান।।
বৃক্ষরোপন কর্মসূচী –
এই প্রভাতে জাগাক প্রাণ
নতুন পথের সন্ধানে আজ
উঠুক জয়ের ঘোর তুফান।
গাছ লাগান – প্রাণ বাঁচান
গাছ লাগান – প্রাণ বাঁচান।।
আয় আমাদের সঙ্গী সবুজ
মুক্তি পথের তোল নিশান
বিশ্বলোকের পরিক্রমায়
প্রভাত ফেরির হোক স্লোগান।
গাছ লাগান – প্রাণ বাঁচান
গাছ লাগান – প্রাণ বাঁচান।
গাছ লাগান – প্রাণ বাঁচান
গাছ লাগান – প্রাণ বাঁচান।।
–~০০০XX০০০~–
অসাধারণ
ধন্যবাদ 😊