// স্বজন হারা //
অনিমেষ চ্যাটার্জি
পশ্চিমের বনে হানাদার এসেছে,
একজন দুজন নয়,
একেবারে একদল হানাদার /
ওদের গাছ কাটা যন্ত্রের তর্জন গর্জন
বুকের মধ্যে হাতুড়ি পিটছে,
নাকি ভীষণ যুদ্ধের দামামা বাজছে ?
পরিবেশ দূষণের ব্যথায় পিয়ানোর সুরও করুণ /
হলুদ গাছ কাটা যন্ত্রটা
মস্ত দানবের মতো সর্বগ্রাসী শক্তি নিয়ে
ঝাঁপিয়ে পড়ছে নির্দোষ গাছগুলোর ওপর /
দানবের ভীষণ আঘাতের সামনে
লুটিয়ে পড়ছে এক একটা গাছ,
বাঁচার পথ নেই আজ,
কোনটা আবার চলে যাচ্ছে
দানবের করাল গ্রাসে /
মাথার ওপর পাখিগুলো অজানা আশঙ্কায় উড়ছে,
ওদের অনেকেই বোধহয় আজ গৃহহীন হলো,
না জানি কত পাখি আশ্রয় পেয়েছিল
ওই মরণ ঘুমে শায়িত গাছগুলোতে /
হানাদারের তাণ্ডবে না জানি কত বাসা,
কত ডিম, কত পাখির ছানা নষ্ট হল,
হারিয়ে গেল অনেকটা সবুজ,
এই অবুঝগুলোর হাতে,
আরও না জানি কত নিষ্পাপ প্রাণ মারবে ওরা /
অনেকটা জায়গা ফাঁকা করে ফেলেছে ওরা,
তাতে কি হলো ?
ওটাই ওদের কাজ,
পৃথিবীর উষ্ণায়ন নিয়ে ওদের কি যায় আসে ?
সভ্যতার নিদর্শন হিসেবে হয়তো
ওখানে উঠবে কোন বহুতল,
অথবা হবে নামী শপিং মল /
কিন্তু ওই পাখিগুলো আর আসবে না
যারা রোজ সারাদিন কত কথা বলে যেত,
ফুটবে না ফুল ওই পলাশ কৃষ্ণচূড়াতে
যারা মন ভালো করে দিত /
আর হাসবে না বর্ষার আনন্দে
যে গাছগুলো নাচতো,
পাখিগুলোকে আশ্রয় দিত
কিছু সময় আগে পর্যন্ত /
মনের মধ্যে কিসের যেন যন্ত্রণা হচ্ছে,
হঠাৎ করে ভীষণ একা লাগছে,
মোবাইলের অক্ষর ঝাপসা,
গাল বেয়ে খাতার পাতা
ভিজিয়ে দিল দু ফোঁটা জল //
–~০০০XX০০০~–