“পরিবেশবিদ, মানুষ সজাগ!”
প্রেমাঙ্কুর মালাকার
(১)
“ডুবছে সাধের কলকাতা!”
শতক শেষে, দেখবে এস,
ধোঁয়ায় ধূসর কলকাতা ;
মুখোশ এঁটে, যাচ্ছে হেঁটে-
মানুষ, সাবাড় গাছ পাতা!
উঠছে বাড়ি, আকাশ ছাড়ি,
হচ্ছে আকাশ রোজ চুরি,
নেইরে পাখি, নেই জোনাকি-
আঁধার রাতের ফুলঝুরি!
যাচ্ছে গাড়ি, ধোঁয়ায় ভারী,
হচ্ছে মরণ ফাঁদ পাতা!
কাদের পাপে, ধোঁয়ার চাপে,
ডুবছে সাধের কলকাতা?
(২)
“করবেনা ক্ষমা!”
ধরণীর বুক চিরে,
তেল-জল-কয়লা,
তুলে নিয়ে ঢেলে দেয়া,
টন টন ময়লা!
ধ্বংসের খেলা!
থামা এই বেলা!
আজকের ফেলে দেয়া,
আনবিক বর্জ্য,
আগামী দিনের লোক,
শুধবে সে কর্জ!
ভারী সুদে জমা!
করবেনা ক্ষমা!
(৩)
“পরিবেশবিদ, মানুষ সজাগ!”
আসছে সে দিন, মানুষ যেদিন,
মুখোশ লাগিয়ে, মিছিলে সামিল,
চোখ জলভরা, যেন যাদু করা,
রোবটের মতো, হুকুম তামিল!
কলকাতা আর গ্যাস চেম্বার –
নেই ভেদাভেদ, নেইরে ফারাক,
নেই পাখিরব, গাছপালা সব,
মরে মিটে কবে, হয়ে গেছে খাক!
নেই নেড়ি ভুলো, নেই মেনি হুলো,
মরে গেছে ওরা, সব ঝাঁকে ঝাঁক,
নেই ঝিঁঝিঁ ডাক, জ্বলেনাজোনাক,
দিকে দিকে শুনি, মরনের ডাক!
গ্যাস ধোঁয়াকালো,নিস্তেজআলো,
এর মাঝে দেখি,রূপোলী সে দাগ!
চাইছে বিচার, আজ সোচ্চার!
পরিবেশ বিদ, মানুষ সজাগ!
–~০০০XX০০০~–