একে তো কোভিড মাস
কাকলি ঘোষ
একে তো কোভিড মাস
দারুন এ সময়
এসেছে ভীষণ রোগ
কি জানি কি হয় !
এ ব্যাধি কি যে ব্যাধি
গিয়েছে দেশ ছেয়ে
সজনী আমি শুধু
মরেছি হাত ধুয়ে।
অন্য রোগ হলে
সে ব্যামো সারাবার
হাজার রকমের
ওষুধি আছে তার
কোভিড ধরে গেলে
সারে না চট করে
বন্ধু আছে যারা
সকলে যায় সরে।
বাতাসে বিষ ভাসে
কেবলই বলে যাও
বন্ধ ঘরে থাকো
আগল তুলে দাও।
কোথা যে শেষ এর
বলিতে কে বা পারে
নীরবে ঘরে বসে
দীর্ঘ শ্বাস ছাড়ে।
তবু তো আশা মনে
কাটবে এই দিন
শুনছি দেশে নাকি
এসেছে ভ্যাকসিন।
কিন্তু কোথা পাই
ঘুরিয়া মরি হায়
লম্বা কিউ দেখে
হৃদয় শুকায়ে যায়।
ঘুরিতে ঘুরিতে
কাটছে দুই বেলা
ছিঁড়িয়া যায় বুঝি
জুতোর শুকতলা
তবুও আশা মনে
মিলবে একদিন
হয়ত আমরাও
পাব যে ভ্যাকসিন।
সেদিন দেখা হবে
দরজা খুলে যাবে
নতুন রঙে রূপে
মিলবো মোরা সবে।
–~০০০Xসমাপ্তX০০০~–
আহা অসাধারণ