” বুঝলি না “
রণজিৎ মন্ডল
ভালো রে তুই অনেক ভালো
শুধু লোকের ভালো দেখলি না,
কালো রে তুই অনেক কালো
শুধু বৃষ্টি হয়ে ঝরলি না।
নিজের রূপে নিজেই মজিস
অন্যের রূপে জ্বলে মরিস,
কুহু সুরে গান গেয়ে তুই কারো
মনে বসলি না।
অহঙ্কারের পাল্লা ভারী, পিছন ফিরে
দেখ রে তারি,
যতই ভালো পিছনটা তোর সামনে কেন
আসলি না!
রূপের বড়াই সাজে না তোর, পালাস
কোথায় হলে যে ভোর,
রাত্রিবেলার জোনাকি তুই জ্বলে নিজে
জ্বললি না!
শীত বসন্ত বর্ষা ভারী, সৃষ্টির যারা হয় কান্ডারি,
গরমেতে ফূসলে সাগর, নগর বন্দর
দেখলি না!
হায়রে নদী ফুরায় যদি ডুবতে যাবি
কোথায় বল,
হৃদয় মাঝে ডুব দিয়ে তুই খুজবি রে
সাগর অতল,
এতো রূপেও রূপ হারিয়ে মরীচিকায়
পা বাড়িয়ে নিজে কেন ছুটলি না!
ডানার জোরে উঠে ওপরে নজর কেন
গোভাগাড়ে,
অল্প জলে লেজটি তুলে লাফালাফি
কি মাছ করে,
অল্প বিদ্যা ভয়ঙ্করি, শুণ্য কলসি বাজে
ভারি, বিদ্যা বোঝাই বাবু মশাই কেমন
বাজে শুনলি না,
ভেবে দেখ তুই ভাবনা কি যে, মারলি
মরণ দেখলি না!
ভালো রে তুই অনেক ভালো
শুধু লোকের ভালো বুঝলি না!
–~০০০Xসমাপ্তX০০০~–
বাহ, লেখনী এগিয়ে চলুক
ধন্যবাদ 💐