☆★☆”ক্ষুধা”☆★☆
=============
✍️ শিব প্রসাদ হালদার
অদম্য বাসনা-
সামর্থে প্রচন্ড ঘাটতি,
নিরুপায়-তবুও মন চায়।
অসমর্থতার তীব্র অনুশাসন,
তবুও; উঁকি দেয়-
যদি একটু মেলে-একটু পাওয়া যায়!
হোক না মনের-দেহের কিংবা পেটের,
প্রাপ্তির লালসায়—
বারে বারে অফুরন্ত আশার উদয়!
শোনে না বারন-বারে বারে চায় পেতে,
বেশী যদিও না হয়;
হোক তা সমান্য-অল্প একটু—-
তবুও, শুধু পাওয়াকে অনুসরণ !!
–~০০০Xসমাপ্তX০০০~–
সুন্দর প্রচেষ্টা