” ঝড় “
ইন্দ্রানী চক্রবর্তী
মেঘ কুয়াশার ঘন আবরণে ঢেকেছে আকাশ তুফান
খোলা চিঠির অশনি সংকেত এসেছে দুরন্ত বাতাসে ।
উদ্ধত ভ্রুকুটির আগুনের ঝলকানিতে হুংকার বজ্রপাতের
নিরন্তর বেদনা স্রোতে ক্লান্ত অবসন্ন মনের গভীরে ।
খরচোখে সিক্ত হয় না,আজ হৃদয়ের সমাধিক্ষেত্র
উত্তরণের পথে তৈরি হোক সহমর্মিতার বন্ধন সেতু
মানুষ তুমি নিত্য দুঃখ জয়ে প্রত্যয়ী শুধু থেকো ।
–~০০০XX০০০~–