পক্ষীর আক্ষেপ
সোমনাথ প্রামানিক
বৃক্ষের ডালে বসিয়া পক্ষী ভাবছে মনে মনে
মোক্ষীরানী কত যে ধনী, ধন আর সম্মানে।
যেথায় চাই না যেতে আমি ডানাতে ভর করি
এখন তো দেখি এ বিষয়ে ওর ভারী বাহাদুরী।
উড়লে মোর ডানা খানি করেনা কোনো সুর
গুনগুন গানে ও যে ওরে শোনা যায় বহুদূর।
আত্মরক্ষা করিব কেমনে নেই কোনো বিষ হুল
পালকে ঢাকা দেহে নিজেকে বড় ভাবাটাই ভুল।
ওর সংসারে নিয়োজিত আছে কতনা লক্ষ শ্রমিক
নিজের কপাল চাপড়ে বলি নিজেরে ধিক্ ধিক্।
খড়কুট আর জঞ্জালেতে অন্যেরে করি ভরসা
ওদের দেহের নিঃসৃত রসে সৃষ্টি ওদেরি বাসা।
বারে বারে মোর ভাগ্যখানি ভাবিয়া দুঃখ করি
গর্ভবতী সময়ে আমি অনেক খেটে খেটে মরি।
–~০০০XX০০০~–