চিরন্তন
মৃনাল কান্তি বাগচী
যতই তোমায় ভেবেছি আপন,
তোমায় নিয়ে বেড়েছে তত আমার স্বপ্নের জাল বুনন।
সে তো শুধু স্বপন,বাস্তব তো নয়,
তবুও মনের মাঝে তোমার আনাগোনা সেতো মিথ্যে নয়।
কল্পনার ফুল ঝুড়ি দিয়ে যখণ ভালোবাসার আকাশ হয় রঙিন,
সে ভালোবাসার আকাশ চিরকাল থাকে অমলিন।
অমলিন ভালোবাসার মাঝে, তুমি চিরকাল আমার হয়ে থাকো,
আশায় আশায় থাকবো আমি,যদি কখনো আপন করিয়া ডাকো।
দুরাশার মাঝে আশার স্বপনে মন হারিয়ে যায়,
সত্যিকারের ভালোবাসার মাঝে,ভালোবাসা বেঁচে থাকে, মিথ্যে কভু নয়।
এ জগতে আপনার ভাবনার জগৎ, নিজের মনের মাঝে,
সেতো ভুল কভু নয়,সেতো আপনজনকে নিয়ে নিত্য সাজে।।।
——– +++++++ ——-