“সেই ক্ষণ”
রণজিৎ মন্ডল
আজও আছি তাই লিখিয়া
যাই,
যদি না সময় ফিরিয়া পাই,
মিনতি সবারে রাখিতে চাই,
ভালোবাসা আজ ভিখারি হয়ে
কাঁদিছে নীরবে পায় না ঠাই।
মনের মাধুরী হারিয়ে মনেতে,
অশ্রু হইয়া ঝরিছে তাই।
বজ্রসম জীবন যখন গরজে ঘন
মেঘেতে ভাই,
কেবলই ছুটিছ আপন তেজে ভালো
বাসিবার সময় নাই।
ফিরিবে যখন ঘরেতে তখন মনেতে
যে আছে, কাছেতে নাই,
সরল গরল হইয়া ভরিয়া হৃদয় সাগরে
উথলে তাই।
শীতল যখন হৃদয় অতল, ডুবুরি মনে
খুজিয়ো তাই,
হেলায় হারালে খেলার ছলে সে মূক্ত
আর তোমাতে নাই।
শুকাবে যখন অতল তখন প্রাণ শুধা
তাতে আছে কি নাই,
মরীচিকাসম ফিরিয়া আসিবে ও মনে
ভালোবাসা যে নাই।
গগনে যখন আলোক বিলাবে গরজিবে
ঘন বরষাই,
হারালে সে ক্ষন দেখিবে ভূবন, সবই
আছে বরষার মেঘ যে নাই।
–~০০০XX০০০~–