আনন্দ
মৃনাল কান্তি বাগচী
জীবনের সব দুঃখ বেদনা ভুলিয়া
আনন্দকে আনিতে হবে সাদরে ডাকিয়া।
তবেই দূর হতে পারে মনের দুখ,
পেলেও পাওয়া যেতে পারে তাতে অপার সুখ।
জীবন কখনো নয় নগন্য,
মনের আত্মবিশ্বাসে জীবন হতে পারে ধন্য।
হাহুতাশ করে নেই কোন লাভ,
মনুষ্য জীবন বড়ই দুর্লভ।
সময় থাকতে করতে হবে তার সদ্ব্যবহার,
এটাই জীবনের বাস্তব সার।
আনন্দই জীবনের মূল মন্ত্র,
জীবন নয় কখনো কোন যন্ত্র।
জীবন হোক সার্থক ও সুন্দর
সমস্ত নৈরাশ্য হোক পগার পার।।।
–~০০০XX০০০~–