“আমি পাবো ধনরাশি!
তাই আনন্দে হাসি!”
প্রেমাঙ্কুর মালাকার
ডাক্তার বলে,”আগন্তুককে,
ইনি গিয়েছেন মারা!”
মৃত্যু শুনেই,লোকটিকে লাগে,
খুশিতে পাগলপাড়া!
ডাক্তার বলে,”এঁর মৃত্যুতে,
কেন খুশি খুশি লাগে?”
“উদ্বেগ মুখে,টেনে আনলেন,
আমাকে একটু আগে!”
আমি ডাক্তার,বাঁচাতে না পেরে,
লাগে বিষন্ন মন!
আপনার মুখে,গালভরা হাসি!
পশ্চাতে কি কারণ?
দূর আত্মীয়, এঁর মৃত্যুতে,
আমি পাবো ধনরাশি!
ক্রন্দনে পথ, পিছিল না করে,
আজ আনন্দে হাসি!
–~০০০XX০০০~–