// ওগো রবীন্দ্রনাথ //
✍ অনিমেষ চ্যাটার্জি
দুয়ারে দাঁড়ায়ে নূতন প্রভাত
আসিছে নূতন দিন,
উঠিছে বাজিয়া প্রাণের পরে
বিশ্বকবির বীণ।
সেই সুরে জাগে
হে নূতন দেখা দিক বার বার,
জন্মের শুভ ক্ষণ ঘোষিছে
২৫শে বৈশাখ আবার।
রবির আলো প্রকাশিত হোক
সকল আঁধার ভেদি,
দুঃসহ যত জীবন ব্যথার
হাহাকার রব ছেদি।
নূতন রূপে বিশ্ব কবিরে
বরিণু আজিকে মোরা,
ধন্য হলো নিখিল বঙ্গ
ধন্য বিশ্ব ধরা।
নির্ঝর বেগে আনন্দধারা
মাতায় বিশ্ব ভুবনে,
কবি মহারাজ তব অভিষেক
হৃদয় নন্দন বনে।
আগুনের ওই স্পর্শমণির
ছোঁয়ায় ভরে প্রাণ,
ধ্বনিয়া উঠিল বিশ্বলোকে
রবি কবির গান।
বহির্বিশ্বে যুক্ত হলেম
সকলের সাথে সাথ,
অন্তরে তুমি প্রাণের সাথী
ওগো রবীন্দ্রনাথ ।।
–~০০০XX০০০~–