সবুজ বার্তা
—:: রঞ্জিত চক্রবর্ত্তী ::—
সবুজ পাতার ছায়ায় ঘেরা-
আকাশ বুকের রৌদ্র চেরা,
ছিল যে আমার স্বপ্নমাখা
আশ্রয়টি গাছের পাতায় ঢাকা।
হওয়ার তালে তালটি রেখে-
গাছের কোলের দোলনা টিতে,
স্বপ্ন মালার জালটি বুনে
সাজিয়েছি মোর মনের কোণে।
হঠাৎ – যেন কি হলো!
স্বপ্ন গুলো ভেঙে গেল,
কিছু মানুষ এলো রাতে
কোদাল কুড়াল নিয়ে হাতে।
টানমেরে মোর ভাঙলো বাসা-
ভেঙেদিলো সব মনের আশা,
গাছটিকে যে ফেললো কেটে
টুকরো করে ছড়িয়ে মাটিতে।
বন কেটে করলে শ্মশান-
গড়তে তোমার অট্টালিকা পাষান,
নিজেরা যে থাকবে সুখে
আকাশ ছোঁয়া ঐ বাসাটিতে।
ছোট্ট মুখে একটি কথা-
বলি আমি শুধু তোমাদেরে,
এখনো যে আছে সময়
সময় থাকতে যাও শুধরে।
আর নেই বেশি দেরি-
প্রকৃতি মা উঠছে জেগে,
আসছে ধেয়ে মোদের দিকে
খরা-ঝঞ্ঝা নিয়ে দ্রুত বেগে।
এভাবেই চলতে থাকলে তোমরা –
সুন্দর ভবিষ্যতকে আমরা হারাবো,
জরাজীর্ণ হয়ে যে সবাই
আমরা ধ্বংসের পথে এগোব।
তোমরা সবাই শিক্ষিত মানুষ-
নিজেরা জেনেও জানো নাকো,
সোজা কথাটি বললে পরে
উল্টো যে বুঝতে থাকো।
যদি প্রাণখুলে বাঁচতে চাও-
সবুজ পৃথিবীকে আগে বাঁচাও,
একটি গাছ কাটার আগে-
একশোটি গাছ মাটিতে বসাও।।
—— ::: —–