জন্মান্তর
✍ ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়
জন্মান্তর ব্যাপারে লিখতে বললে বটে।তবে আগের জন্মের কথাগুলো ভেবেছিলাম এ জন্মে বলবো না।এখনকার ছেলে ছোকরা গুলো খুব পাজি।গল্প ভেবে বলে বসবে গাঁজা খেয়েছিস নাকি।এ জন্মে একটা স্যোসাল ডিগনিটি আছে।তাই ভেবেছিলাম কিছু জন্মের কথা অজ্ঞাত থাকলে ক্ষতি কি।
তবে জন্মান্তর নিয়ে লিখতে গিয়ে মিথ্যে করে বানিয়ে বলে দেবো সে পাঠশালায় আমি পড়িনি।আগের জন্মের জিনগত বৈশিষ্ট্য এ জন্মেও থাকে বৈকি।
এই যেমন ছোটবেলা থেকেই কেউ কিছু বললে ফোঁস করে উঠি।শেষে একদিন গভীর ঘুমে আচ্ছন্ন থাকাকালীন আমার সব মনে পড়ে গেল।
তখন মানে আগের জন্মে কী ছিলাম তা বোঝা গেছে নিশ্চয়।যদি না বোঝো তবে তোমরা গোবরগণেশ।
আমি বোসপুকুরের পাশে বাগানে থাকতাম জানো তো।আর গান্ধীবাদী নীতিতে বিশ্বাসী ছিলাম।কাউকে কামড়াতাম না।সরি।ছোবল দিতাম না।
তোমরা হয়ত বলবে “বিষ ই নেই তোর”।
এইসব কথা বোলো না।আমি খুউউব ভালো একটা দয়ালু সাপ ছিলাম।অবশ্যই নারী সাপ।কারণ এই নারীজন্মটা আমার প্রিয়।পুরুষ সাপকে কি একটা বলত যেন সবাই।সব তো মনে নেই।
তারপর সবার দুঃখে আমার মন কাঁদতো।একদিন আমি পুকুর ঘাটে একটা মেয়েকে কাঁদতে দেখেছিলাম।কতশত ঘটনার সাক্ষী আমি।
আমার এতকথা মনে পড়তো না।শুধু জিনগত বৈশিষ্ট্য টি আছে বলে সব মনে এসে গেল।আর তোমাদের বলে কী লাভ।তোমাদের সত্যি কথায় ভক্তি নেই।
আমার পূর্বজন্ম নিয়ে অনেক বন্ধুর কৌতূহল।আমি তো অনেক জনকে এজন্মে দেখতে পাই যারা পূর্বজন্মে আমাকে চিনতো। তবে প্রকাশ করি না।দরকার কি?এখনই যদি বলে বসে দখলীসত্বের কথা।বাবা।সেটি হবে না।
পূর্বজন্মে আমার প্রেমিক আমাকে ঠকিয়েছিল।এ জন্মেও তাকে দেখেছি।তবে চেপে গেছি।
সাপেদের মধ্যে বহুবিবাহ প্রথা প্রচলিত।আর পুরুষ সাপদের কি বলে ওটা মনুষ্য জন্মে মুখে না আনাই ভালো।কারণ ওটা গালি দেওয়া হয়ে যাবে।তবে ওরা যে তেমন কাজে লাগে না সেটা বলবো না।
আমি নারীজন্ম ভালোবাসি।সেটা আমি আগেই বলেছি।আমি ভীষণ রূপসী ছিলাম।তেমনি আমার তেজ।একটা গোখরো একবার সেটা স্বীকার ও করেছে।
এইজন্মে ওটা আছে কিনা বুঝতে পারি না।কাউকে জিজ্ঞেস করবো যে,তা সাহস হয় না।জগৎময় জাল পাতা।হেসেছ কি ফেঁসেছ।মাথাখারাপ না পেটখারাপ।তাছাড়া আমি যা আমি তাই।বয়েই গেছে অন্যের চিন্তার তোয়াক্কা করতে।এবার থেকে ঠিক করেছি যে কদিন বাঁচবো নিজের মতো করে বাঁচবো।আনন্দিত মনে গান করবো।
আগের জন্মেও গান করছিলাম।তখনই এক সাপেড়ার কাছে বন্দী হৈ।বন্দী জীবন আমার অসহ্য।এ জন্মে আগে থেকেই সাবধানী।যাইহোক।ভালো থেকো সব।বাই।
–~০০০XX০০০~–